Header Ads

ডায়মন্ডহারবারে বাজি তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ মৃত ইঞ্জিনিয়ার-সহ ২

বিশ্বদেব চট্টোপাধ্যায় : ডায়মন্ডহারবারের আশুরালিতে একটি পুরনো বাড়িতে ভয়াভয় বিস্ফোরণ। এই বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুজন ভর্তি এমআর বাঙ্গুর হাসপাতালে। নবমীর রাতে দুর্গাপুজোর ভাসানের বাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। মৃতরা হলেন প্রভাত মণ্ডল এবং পলাশ মণ্ডল। এঁদের একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর মৃতরা দুই ভাই।
ডায়মন্ডহারবারের আশুরালিতে মাঠেই হয়েছে দুর্গা পুজোর মণ্ডপ। তার পাশেই পুরনো টালির চালের বাড়ি। সেখানেই বাজির মশলা আনা হয়েছিল। গ্রামেরই কয়েকজন সেখানে বাজি তৈরি করছিলেন। হঠাৎই কোনওভাবে সেখানে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে ঘরটিতে আগুনও ঘরে যায়। 
স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের সদস্যকরা চারজনকে উদ্ধার করে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চারজনকেই এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় প্রভাত মণ্ডল এবং পলাশ মণ্ডলের। আশঙ্কাজনক অবস্থায় প্রদ্যুৎ মণ্ডল এবং প্রতাপ মণ্ডল নামে দুজন ভর্তি রয়েছেন সেখানে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.