Header Ads

ক্যাবের বিরুদ্ধে উত্তর-পূর্বাঞ্চলে বৃহত্তর গণ আন্দোলনের ডাক ছাত্র যুব সমাজের

অমল গুপ্ত, গুয়াহাটি : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের বিভিন্ন ছাত্র যুব সংগঠন বৃহত্তর গণ আন্দোলন গড়ার ডাক দিল। আজ দিসপুর প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনে নর্থ ইস্ট ফোরাম ফর ইনডিজিনাস পিপল-এর নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ক্যাবের ঘোষণার তীব্র সমলোচনা করে বলে, বিজেপি  সরকার বাংলাদেশিদের রক্ষকের ভূমিকা গ্রহণ করেছে। গণতন্ত্র বিরোধী  অসাংবিধানিক ক্যাব ২০১৬ আইনটি  অবিলম্বে বাতিল করার দাবি জানিয়ে রাজ্যপালের মাধ্যমে  প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়েছে বিক্রম হানসে,  অরিন্দম প্রিন্স পাঙগী, কুলেশ্বর লাগাচুরা বলেন, আগামী নভেম্বর মাসে যাতে সংসদে ক্যাব পাশ না হতে পারে তার জন্যে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। 
এদিকে আসু এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি পুজোর পর রাজ্য জুড়ে  ক্যাব-এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। অখিল গগৈ বলেছেন, অসমে প্রায় ২০ লাখ বাঙলি হিন্দু ১৯৭১ সালের পর থেকে বেআইনি ভাবে বাস করছে, অসম আর বাংলাদেশিদের বোঝা নেবে না। ১৯৭০ সালের পর আসা হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা মেনে নেবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.