Header Ads

গণ সুরক্ষা দল বিটিসি'র মসনদ দখল করবে, বিজেপির সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, দাবি সাংসদ নব শরনিযার

অমল গুপ্ত, গুয়াহাটি : বিটিএডিতে হাগগ্রামা মহিলারি আরবিটিসি দখল করতে পারবে না। এখন নতুন খেলায় মেতেছেন। বিটিসিতে অবড়ো জনগোষ্ঠীর আসন সংখ্যা বৃদ্ধি করে, নতুন ভাবে বড়ো চুক্তি  করে, নির্বাচন পিছিয়ে দিয়ে বিটিসি পুনরায় দখল করতে চাইছে বিপিএফ-বিজেপি-অগপ প্রভৃতি দল সংগঠন এই কাজে বিটিসি প্রধান মহিলারিকে সমর্থন করছে। আজ দিসপুর প্রেসক্লাবে নবগঠিত রাজনৈতিক দল গণ সুরক্ষা দলের প্রধান তথা সাংসদ নব  শরনিয়া একথা জানান।  
শাসক দল বিজেপি  এনডিএফবি এই দুটি গোষ্ঠী, আবসু সহ অন্যান্য দলকে পাশে নিয়ে যে কোনও ভাবে বিটিসিতে আবার মহিলারিকে বসাতে চাইছে,  কিন্তু তা সহজ হবে না বলে মন্তব্য করেন সাংসদ। তিনি বলেন, তার দলে যোগ দেবার জন্যে  সব দলের হাজার হাজার কর্মী রেডি হয়ে আছে। নভেম্বর মাসে যোগ দেবে। মোহিলারি ভয় পেয়ে গেছে। আদিবাসী, কোচরাজবংশী, সহ অবড়ো জনগোষ্ঠীর পূর্ণ সমর্থন তারা পাচ্ছেন।  এই  জনগোষ্ঠীকে খুশি করার জন্যে ৪০ আসন বিশিষ্ট বিটিসির আসন ৬০ করে ১০-১৫ টি আসন তাদের দিতে চাইছে। অভিযোগ করেন বিটিসি শাসনে সংখ্যাগরিষ্ঠ  অবড়ো জনগণ কোনও সুযোগ সুবিধা পাইনি। আর্থ-সামাজিক, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে।  সাংসদ দাবি করেন, যে কোনো  দিন নির্বাচন এর জন্যে প্রস্তুত। গণ সুরক্ষা দলের প্রার্থী হবার জন্যে ইতিমধ্যে ৩০০ জনের বেশি আবেদন করেছে। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, এক কাট্টা ভাবে লড়ব এবং বিটিসি দখল করব বলে প্রত্যয়ের সঙ্গে দাবি করেন। অবড়ো সুরক্ষা সমিতির  উপদেষ্টা ব্রজেন মহন্ত দাবি করেন ২২ লাখ অবড়োর সমর্থনে তারা বিটিসির ক্ষমতা নেবে এবিষয়ে সন্দেহ নেই। বিজেপি নতুন করে বড়ো চুক্তি করে, নির্বাচন পিছিয়ে। যে কোনও ষড়যন্ত্র করুক না কেন, গণ সুরক্ষা দলকে কেউ হারাতে পারবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.