ডিমা হাসাও জেলায় পঞ্চায়েত রাজ প্রবর্তন নিয়ে বিতর্ক এখন তুঙ্গে
বিপ্লব দেব, হাফলংঃ ষষ্ঠ তপশিলির অন্তর্ভুক্ত ডিমা হাসাও জেলায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করার যে চেষ্টা চালাচ্ছে সরকার এনিয়ে ডিমা হাসাও জেলায় বিতর্ক এখন তুঙ্গে উঠেছে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তনের বিরোধিতা করে বিভিন্ন দল সংগঠন যখন আন্দোলনমুখী হয়ে উঠেছে। ঠিক সে সময় উত্তর কাছাড় পার্বত্য পরিষদের বর্তমান সিইএম দেবোলাল গার্লোসা ফেসবুক পোষ্টে পাহাড়ী জেলায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করা নিয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সিইএমকে দোষারোপ করে বলেন ২০১৩ সালে দেবজিৎ থাওসেনর নেতৃত্বে পরিষদের কার্যনির্বাহী কমিটি ডিমা হাসাও জেলায় ভিলেজ কাউন্সিল গঠনের প্রস্তাব গ্রহণ করেছিল।
কিন্তু আজ প্রাক্তন সিইএম নিজের বাসভবনে এক সাংবাদিক সন্মেলন ডেকে দেবোলাল গার্লোসার অভিযোগ খণ্ডন করে বলেন ২০১৩ সালে তার কার্যকালে ভিলেজ কাউন্সিল গঠন প্রক্রিয়া নিয়ে রাজ্যসরকার বা রাজ্যের রাজ্যপাল কোনও দিন অনুমোদন জানায়নি আর যদি এই রকম কিছু হত তাহলে আজ এত বছরে তা নিশ্চয় আইনে পরিণত হত। তিনি দেবোলাল গার্লোসার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন ২০১২ সালে যখন দিলীপ নুনিসা ও জুয়েল গার্লোসার নেতৃত্বে কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে সমঝোতাপত্র সাক্ষর হয়েছিল তখন এই সমঝোতাপত্রে তৃতীয় সাক্ষরকারী ছিলেন বর্তমান সিইএম দেবোলাল গার্লোসা এবং এই সমঝোতাপত্রে দুটি ক্লোজে উল্লেখ ছিল ভিলেজ কাউন্সিল ও গ্রামসভার কথা। তাই ২০১২ সালে এই সমঝোতাপত্র সাক্ষরিত হওয়ার পরই সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করার চাপ আসছিল পার্বত্য পরিষদের উপর।
তবে দেবজিৎ বলেন- ভিলেজ কাউন্সিল ও পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ষষ্ট তপশিলির অন্তর্ভুক্ত ডিমা হাসাও জেলায় পার্বত্য পরিষদের ক্ষমতা যে হ্রাস পাবে সে কথা উল্লেখ করেন দেবজিৎ থাওসেন। সাংবাদিক সন্মেলনে দেবজিৎ থাওসেন বলেন বর্তমানে সরকার যে ডিমা হাসাও জেলায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা চালাচ্ছে এরজন্য পার্বত্য পরিষদের বর্তমান সিইএম দেবোলাল গার্লোসাকেই দায়ী করেছেন। তিনি বলেন পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন না করার জন্য ২০১৩ সালে যদি আমার নেতৃত্বে পরিষদের কার্যনির্বাহ সমিতি ভিলেজ কাউন্সিল গঠনের প্রস্তাব যদি নিয়ে পাপ করেছে তাহলে ২০১২ সালে দেবোলাল গার্লোসা সমঝোতাপত্রে ভিলেজ কাউন্সিল ও গ্রামসভা গঠনে পোষকতা করে চুক্তি সাক্ষর করে কি পুন্যের কাজ করেছে এ প্রশ্ন ছুঁড়ে দিয়ে এর জন্য বর্তমান সিইএমকেই দায়ী করেছেন পরিষদের প্রাক্তন সিইএম দেবজিৎ থাওসেন।
কোন মন্তব্য নেই