Header Ads

১৯ মাসে তলানিতে জিএসটি আদায়, উপায় খুঁজতে নতুন কমিটি মোদী সরকারের

বিশ্বদেব চট্টোপাধ্যায় : জিএসটি আদায় কমে যাওয়ার চিন্তিত মোদী সরকার। প্রসঙ্গত গত ১৯ মাসের মধ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় ছিল সর্বনিম্ন। আদায় হয়েছিল ৯২ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার কেন্দ্র জিএসটি নিয়ে নতুন একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি জিএসটির জন্য চালু থাকা আইন এবং পদ্ধতি খতিয়ে দেখবে। কোনও পরিবর্তন দরকার হলে তার সুপারিশ করবে।
জিএসটির এই কম আদায়ের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থনৈতিক মন্দাও। অনেকটাই চাহিদা কমেছে ভোক্তাদের। এরইমধ্যে সরকারের নতুন কমিটি গঠন যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এইসঙ্গে নতুন এই কমিটিকে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে প্রথম রিপোর্ট জমা দিতে। কেননা সরকার মনে করছে পদ্ধতিগত পরিবর্তনেই জিএসটি আদায়ে সাফল্য আসবে। 
এর আগে জিএসটি চালু হওয়ার ২ বছর পূর্তি উপলক্ষে জুন মাসের শেষে পদ্ধতি সরল করার উদ্দেশে একগুচ্ছ সংস্কার করেছিল সরকার। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কর জমা দেওয়ার পদ্ধতির সরলীকরণ। ২০১৭-র ১ জুলাই চালু হয়েছিল জিএসটি। সেই সময় ব্যবসায়ীদের পাশাপাশি আনেক রাজনৈতিক দল জিএসটি বাতিলের দাবিতে পথে নেমেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.