Header Ads

বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বভার নিলেন প্ৰাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে বুধবার বিসিসিআইয়ের সভাপতি পদের দায়িত্ব ভার নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় বোৰ্ডের সভাপতি পদের জন্য নিৰ্বাচিত হন প্ৰাক্তন ভারতীয় অধিনায়ক। বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে চান তিনি।
এদিন সৌরভের সঙ্গে বোৰ্ডের সচিব পদে দায়িত্ব নিয়েছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহের ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব নিয়েছেন প্ৰাক্তন বোৰ্ড সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল।
বোৰ্ডের দায়িত্ব নেওয়ার পরে প্ৰথম সাংবাদিক বৈঠকে খোলাখুলি বললেন সৌরভ - ‘যেভাবে ভারতকে নেতত্ব দিয়েছি, সেভাবেই বোৰ্ড চালাব।’
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

আগামিকাল নয়া বোৰ্ড সভাপতি কথা বলবেন ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। তিনি এও বলেন - ভারতীয় ক্ৰিকেট বোৰ্ডে অনেক সংস্কার দরকার। সেগুলি করতেই হবে।
এই দায়িত্ব নেওয়ার আগে সৌরভ ক্ৰিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)র সভাপতি ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.