বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিমা হাসাও জেলায় মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী পালিত হল
বিপ্লব দেব, হাফলংঃ সমগ্র দেশের সঙ্গে সংঙ্গতি রেখে জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিমা হাসাও জেলায় পালন করা হয়। জেলাপ্রশাসনের উদ্যোগে আজ সকালে জেলাশাসক কার্যালয়ের সামনে প্রথমে রাষ্ট্র পিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানান ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া পুলিশসুপার শ্রীজিৎ টি সহ বিশিষ্ট ব্যাক্তিরা।
তারপর শহরের বিভিন্ন স্থানে সাফাই অভিযান চালান জেলাশাসক পুলিশসুপার সহ বিভিন্ন স্তরের মানুষ। এদিন প্রথমে জেলাশাসক বলেন আজ থেকে সমগ্র দেশের সঙ্গে ডিমা হাসাও জেলায় প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। আগামী প্রজন্মকে সুরক্ষিত করার লক্ষ্যে। কারন প্লাস্টিক থেকেই মরণব্যাধি রোগের সৃষ্টি হয়। তাই আজ থেকে সমগ্র দেশের ডিমা হাসাও জেলায় প্লাস্টিক দ্রব্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকবে। এদিন ডিমা হাসাও জেলার সদর শহর হাফলং ছাড়া মাইবাং মাহুর উমরাংশু সহ জেলার বিভিন্ন স্থানে সাফাই অভিযানে সামিল হন সরকারি কর্মচারী থেকে শুরু করে পুলিশ ও বিভিন্ন স্তরের মানুষ।
কোন মন্তব্য নেই