Header Ads

সোশ্যাল মিডায়ার অপব্যবহার রুখতে নতুন আইন আনতে চলেছে কেন্দ্ৰ

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সোশ্যাল মিডায়ার অপব্যবহার রুখতে ২০২০ সালের ১৫ জানুয়ারির মধ্যে নতুন আইন আনা হবে। মঙ্গলবার সুপ্ৰিম কোৰ্টকে একথা জানিয়ে দিল কেন্দ্ৰ। ফেসবুক, হোয়াট্স অ্যাপ, ট্যুইটারের মতো মিডিয়ায় সন্ত্ৰাসবাদ নিয়ন্ত্ৰণ, ভুয়ো খবর রুখতে, উস্কানিমূলক মন্তব্য ঠেকাতে এই আইন আনতে চলেছে কেন্দ্ৰ।

সোশ্যাল মিডিয়ার ওপর কেন্দ্ৰীয় সরকারের নিয়ন্ত্ৰণ নিয়ে দীৰ্ঘ দিন ধরে সংবাদ মাধ্যমগুলি সরব হয়ে আছে। গণমাধ্যমেও কেন্দ্ৰের হস্তক্ষেপের বিরোধীতায় সরব হয়েছেন একাংশ নেটিজেন। 

জাতীয় নিরাপত্তার স্বাৰ্থে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্ৰণ বাড়ানো প্ৰয়োজন বলে মনে করছে কেন্দ্ৰ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.