Header Ads

রাতাবাড়ি উপ-নির্বাচন : প্রচার সভার শেষ লগ্নে নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি

নয়া ঠাহর প্রতিবেদন, রাতাবাড়ি : রাতাবাড়ি উপ-নির্বাচনে রাজনৈতিক নেতারা শনিবার সন্ধ্যা পাঁচটায় প্রচারাভিযানের ইতি টানলেন। শেষ দিনের প্রচার সভায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, রাজ্যিক বিজেপি উপ-সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস, বদরপুরের বিজেপি নেতা দীপক দেব বিজেপির প্রার্থী বিজয় মালাকারের হয়ে নির্বাচনী প্রচার সভায় ঝড় তোলেন। 
এছাড়া কংগ্রেস প্রার্থী কেশব রজকের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমদ, প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ, এপিসিসি সম্পাদক সঞ্জীব রায়, করিমগঞ্জ জেলা সভাপতি সতু রায়, সাধারণ সম্পাদক সুব্রত দেব সহ অন্যান্য নেতারা আজ প্রচার সভার অন্তিম লগ্নে ভোটারদের সামনে ভোট ভিক্ষা চেয়ে নানা প্রতিশ্রুতি প্রদান করেন। এদিকে একুশ অক্টোবর সোমবার শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পন্ন করতে ইতিমধ্যে প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দূর দূরান্তে থাকা ভোট কেন্দ্রে আগামীকাল রবিবার সকাল থেকেই যাত্রা শুরু করবেন ভোট কর্মীরা। 
উল্লেখ্য, রাতাবাড়ি উপ-নির্বাচনে বিজেপি দলের প্রচারাভিযানে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থ মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, রাজ্যিক বিজেপি সভাপতি রঞ্জিত দাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ সহ বরাক উপত্যকার সব বিধায়করা প্রচার সভায় অংশ নেন। এছাড়া কংগ্রেস দলের হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা, প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা, বিধানসভার বিরোধী দলের নেতা দেবব্রত শইকিয়া প্রচারে অংশ নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.