Header Ads

রাশিয়ায় বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে পৌঁছলেন মেরি কম

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে পৌঁছলেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার মেরি কম। রাশিয়ায় অনুষ্ঠিত টুৰ্নামেন্টে ৫১ কেজি বিভাগে এই প্ৰথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেই সেমিফাইনালে পৌঁছন মেরি। বৃহস্পতিবার সেমিফাইনালে উঠে মেরি নিজের অষ্টম পদক নিশ্চিত করলেন। কলোম্বিয়ার ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়াকে ৫-০ ফলে হারিয়ে সেমি ফাইনালে উঠেছেন মেরি।

শনিবার মুখোমুখি হবেন বিশ্বের দুই নম্বর তুরস্কের ইউরোপ সেরা এবং ইউরোপিয়ান গেমসে সোনা জয়ী বুসেনাজ ক্যাকিরগ্লুর।

এর আগে মেরি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগে ছয় ছয় বার সোনা জিতেছেন।  ‘ম্যাগনিফিসেন্ট মেরি’ সোনা জয়ের ব্যাপারে ভারতীয় সমৰ্থকরা মেরির ফের একবার সোনা জয়ের আশায় রয়েছেন।

এদিকে, বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের ৬৯ কেজি বিভাগে সেমি ফাইনালে প্ৰবেশ করলেন অসমের গোলাঘাটের কন্যা লাভলিনা বরগোঁহাই। এর আগে জমুনা বোড়ো ৫৪ কেজি এবং মঞ্জু রানি ৪৮ কেজি বিভাগে জয় হাসিল করে সেমি ফাইনালের দিকে এগিয়ে গেছেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.