Header Ads

রেল নগরী মালিগাওয়ের রেস্ট ক্যাম্প কালীবাড়ির পূজা মন্ডপ এবার সাজবে দিল্লীর অক্ষর ধাম মন্দিরের আদলে



 দেবযানী পাটিকার। অসমের রাজধানী গুয়াহাটি সহিত সমগ্র রাজ্যে এখন দুর্গাপূজার প্রস্তুতি যুদ্ধকালীন গতিতে চলছে। নগরের রেল নগরী হিসেবে খ্যাত পান্ডু মালিগাঁও এর পুজোর প্রস্তুতি তীব্র গতিতে চলছে। প্রত্যেক বছরের মতো এ বছরও এই এলাকাতেই ছোট-বড় মিলিয়ে প্রায় ৯০টি মণ্ডপ নির্মাণ করা হয়েছে ।প্রতিবছরই রেস্ট ক্যাম্প কালীবাড়ির মন্ডপ আকর্ষণীয় ভাবে সাজানো হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী এই পূজা দেখতে আসেন। এ বছর  এখানে ৭১তম দুর্গোৎসব ।দুর্গা প্রতিমা তৈরি করেছেন কলকাতার শিল্পী অমর পাল। এবারের পুজোর বাজেট ২৭লাখ টাকা।পূজামণ্ডপ  দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে সাজানো হচ্ছে। রেস্ট ক্যাম্প  কালীবাড়ির দূর্গা পূজা কমিটির সভাপতি জয়ন্ত রায় চৌধুরী ও সেক্রেটারী তাপস কুমার চৌধুরী জানান যে পঞ্চম দিন মার আবরণ উন্মোচন করবেন সরকারি সংস্কৃত কলেজ কে কে সন্দিকৈ কলেজের প্রিন্সিপাল প্রফুল্ল চন্দ্র গোস্বামী। বর্তমানে এখন মণ্ডপসজ্জা অন্তিম পর্যায়ে কাজ চলছে ।এবারের মার আগমন ঘটবে ঘোটকে। গমন ও  ঘোটকে করে।  প্যান্ডেলের আকর্ষণীয় আলোকসজ্জায়  সাজানো হয়েছে ।দূর্গা পূজার জন্য সুরক্ষা ব্যবস্থার বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশাসনের গাইডলাইন কে অনুসরণ করা হবে। এছাড়াও প্রায় ৪৫ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। কালিবাড়ি নিজস্ব স্বেচ্ছাসেবক সুরক্ষার দায়িত্বে থাকবেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সাংস্কৃতিক কার্যক্রম হবে। সেখানে স্থানীয় শিল্পীরা আরো অনেক বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.