Header Ads

কৃষকের লাল মিছিলের ফল, মহারাষ্ট্ৰের দাহানু বিধানসভা আসনে সিপিএমের জয়

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কিছু বছর আগে বাংলা এবং ত্ৰিপুরায় ক্ষমতা হারিয়েছিল বামেরা। কোনওমতে জ্বলছিল কেরলে। এবার মহারাষ্ট্ৰের দাহানু বিধানসভা আসনে জয়ী হল সিপিএম। গতবার অৰ্থাৎ ২০১৪ সালে এই কেন্দ্ৰটি বিজেপির দখলে গিয়েছিল। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
এবার ভোটে দলীয় প্ৰাৰ্থী বিনোদ বিভা নিকোলে ৪৩২১ ভোটে জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন বিজেপির প্ৰাৰ্থী ধনারে পাসকল। পাসকলকে প্ৰায় ৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন সিপিএম প্ৰাৰ্থী। এই জয়কে রাজ্যে গেরুয়া ঝড়ের মধ্যেও শ্ৰমজীবী সমাজের জয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.