Header Ads

কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালা হেরে গেলেন স্বল্প পরিচিত বিজেপি প্রার্থী লীলা রামের কাছে

ছবি-লীলা রাম এবং রনদীপ সিং সুরজেওয়ালা।
ননী গোপাল ঘোষ : হরিয়ানাতে় ভাল ফলাফল করার পরও কংগ্রেস শিবিরে কাঁটা একটা রয়েই গেল, সেটা হল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালা স্বল্প পরিচিত বিজেপি প্রার্থী লীলা রামের কাছে হার। তিনবারের বিধায়ক সুরজেওয়ালাকে হারানোর ফলে জায়েন্ট কিলার হিসাবে উঠে এলো লীলা রামের নাম। ১২৪৬টি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে হার স্বীকার করতে হল সুরজেওয়ালাকে।
গান্ধী পরিবারের অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত সুরজেওয়ালা ২০১৪ সালের ভোটে জিতেছিলেন ২৩,৬৭৫ ভোটের ব্যবধানে। তিনবারের বিধায়ক ছিলেন সুরজেওয়ালা।কট্টর বিজেপি সমালোচক হিসাবেও পরিচিতি রয়েছে সুরজেওয়ালার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.