Header Ads

শিলচরে বিদ্যাভারতীর সংকুল আচার্য সম্মেলন

ঠাহর প্রতিবেদন, বিহাড়া : শিলচরের মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনে একদিবসীয় এক সংকুল আচার্য সম্মেলনর আয়োজন করা হয় বুধবার। এতে বিদ্যাভারতী পরিচালিত শিলচর সংকুলের চারটি বিদ্যালয়ের প্রায় ষাট জন আচার্য-আচার্যারা অংশ গ্রহণ করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর সরকারী উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস। তিনি সমাজে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। অনুষ্টানের সভাপতি তথা দুধপাতিল সরকারী স্কুলের অবসর প্রাপ্ত সঙ্গীত শিক্ষক গৌরাঙ্গ গোস্বামী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। বদরপুর মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠের প্রধান আচার্য পিংকু মালাকার বিদ্যা ভারতীর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সারগর্ভ বক্তব্য প্রদান  করেন। শিক্ষা বিকাশ পরিষদের সহ সম্পাদক দিলীপ নাথ বিদ্যা ভারতীর সংকুল ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে  প্রস্তাবক বক্তব্য রাখেন ২য় লিংক রোড সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্যা সংগীতা রায় চৌধুরী।অনুষ্টানে শিশুবাটিকাকে আরও উন্নত করার বিভিন্ন কলা কৌশল নিয়ে আলোচনা করেন রূপালী দত্ত। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংকুল প্রমুখ সুদীপ্তা ভট্টাচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.