Header Ads

আর্থিক তছরুপের অভিযোগে আটক র‌্যানব্যাক্সির প্রাক্তন কর্ণধার

ছবি- শিভিন্দর সিং। সৌজন্য ইন্টারনেট।
ননীগোপাল ঘোষ:  আজ র‌্যানব্যাক্সির ল্যাবরেটরিজের প্রাক্তন কর্ণধার শিভিন্দর সিংহকে আরো তিনজনের সঙ্গে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের বিশেষ আর্থিক অপরাধ দমন শাখা। রেলিগেয়ার এন্টারপ্রাইজেস লিমিটেডের ৭৪০ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হন শিভিন্দর সিংহ, কবি অরোরা, অনিল সাকসেনা ও রেলিগেয়ারের প্রাক্তন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সুনীল গিধওয়ানি।
এবছরের আগস্ট মাসে শিভিন্দর ও তাঁর বড় ভাই মালভিন্দর সিংহের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি)। মালভিন্দর সিংহ পলাতক বলে জানা গেছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।
রেলিগেয়ারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছিল । গত মে মাসে দুই ভাইয়ের বিরুদ্ধে ৭৪০ কোটি টাকার প্রতারণা, জালিয়াতি এবং আত্মসাতের মামলা দায়ের হয়েছিল।

No comments

Powered by Blogger.