Header Ads

আর্থিক মন্দার প্রবল ধাক্কা লাগছে ভারতে ! সতর্কবাণী আইএমএফএর

বিশ্বদেব চট্টোপাধ্যায় : আর্থিক মন্দা ভারতকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে বিভিন্ন দিক থেকে। আগামীদিনে তা দিল্লিকে যে স্বস্তি দেবে না তা ফের একবার ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের বার্তায় উঠে এসেছে। আইএমএফ -এর তরফে ক্রিস্টালিয়া জর্জিভা এক সতর্কবার্তায় জানিয়েছেন বিশ্বের অধিকাংশ দেশই প্রায় চরম আর্থিক মন্দার মধ্যে চলে যায়।
বিশ্বের ৯০ শতাংশ দেশে ২০১৯ সালে আর্থিক উন্নয়নের গতি শ্লথ হয়ে যাবে বলে মনে করছে আইএমএফ।আর্থিক মন্দার ধাক্কা বিশ্বের বিভিন্ন দেশে চরম আঘাত আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানের দাবি এই বছরে সবচেয়ে কঠিন তম আর্থিক মন্দা দেখা দিতে পারে।
ভারতীয় অর্থনীতি নিয়ে আইএমএফ কোনও সুসংবাদ জানাতে পারেনি। এদেশও যে আগামী দিনে আর্থিক মন্দার চরম শিকার হতে চলেছে তা নিজের সতর্কবাণীতে জানিয়েছেন জর্জিভা। ইতিমধ্যেই জুন পর্যন্ত হিসাব অনুযায়ী ভারতীয় অর্থনীতিতে ৫ শতাংশ জিডিপি কমেছে প্রথম কোয়ার্টারে। যা ২০১৩ সালের পরে সবচেয়ে কম জিডিপি।
এদিন আইএমএফ প্রধান জর্জিভা জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানির মতো দেশে বেকারত্ব যেভাবে হানা দিচ্ছে তা ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়। এরপরই জর্জিয়া জানান, মার্কিন মুলুকে বর্তমান বেকারত্বর হার এখনও পর্যন্ত রেকর্ড শতাংশ কম হয়েছে। উন্নয়নশীল দেশগুলির মধ্যে বারত ও ব্রাজিলের পরিস্থিতিও খারাপ হতে চলেছে আর্থিক মন্দার নিরিখে। যা এই বছরে আরও বেশি প্রকট হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.