Header Ads

বিদ্যুতের বকেয়া বিল ৫৬ লক্ষ টাকা মিটিয়ে না দেওয়ায় সংপিজাং ট্রিটম্যান্ট প্ল্যান্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ পর্ষদ

  বিপ্লব দেব, হাফলংঃ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাছে ৫৬ লক্ষ টাকা বিল বকেয়া পড়ে থাকার দরুন এবার বিদ্যুৎ পর্ষদ হাফলং শহরের পার্শ্ববর্তী সংপিজাংয়ে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ট্রিটম্যান্ট প্ল্যানটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত ২০ সেপ্টেম্বর বিদ্যুৎ পর্ষদ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এই গুরুত্বপূর্ণ ট্রিটম্যান্ট প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। হাফলং বিদ্যুৎ পর্ষদ সুত্রে জানা গিয়েছে সংপিজাং ট্রিটম্যান্ট প্ল্যান্টের বকেয়া ৫৬ লক্ষ টাকার বিল জনস্বাস্থ্য কারিগরি বিভাগ মিটিয়ে না দেওয়ার জেরে এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হল বিদ্যুৎ পর্ষদ। 

এদিকে সংপিজাং ট্রিটম্যান্ট প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে দিয়ুংরাংখল উৎস থেকে পাম্প করে জল তোলা সম্ভব হচ্ছে না যার দরুন পুরো হাফলং শহরে জলের সমস্যা দেখা দিয়েছে। কারণ জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে এখন শুধু কৃষ্ণ নগর ট্রিটম্যান্ট প্ল্যান্টের উপরই ভরসা করতে হচ্ছে। কিন্তু হাফলং শহরের জলের চাহিদা মেটাতে এই একটি ট্রিটম্যান্ট প্ল্যান যথেষ্ট নয়। কারন সংপিজাং আর কৃষ্ণ নগর ট্রিটম্যান্ট প্ল্যানটের উপরই নির্ভরশীল থাকতে হয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে হাফলং শহরে পানীয় জল সরবরাহ করার জন্য এমনিতে হাফলংয়ে পানীয় জলের তীব্র সংঙ্কট রয়েছে মাসে দুইবারের বেশী জল সরবরাহ করে না জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। তার উপর এবার বিদ্যুৎ পর্ষদ বকেয়া বিল না পেয়ে সংপিজাং ট্রিটম্যান্ট প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে হাফলং শহরে জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.