Header Ads

মাত্র কয়েকমাসেই স্বপ্নভঙ্গ, কংগ্রেস ছাড়লেন উর্মিলা মাতন্ডকর

ছবি- সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : গত মার্চেই যোগ দিয়েছিলেন কংগ্রেসে। একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী 'রঙ্গিলা' খ্যাত উর্মিলা মাতন্ডকর। কিন্তু মাস পাঁচেকেই কংগ্রেসে স্বপ্নভঙ্গ ঘটল উর্মিলার। মঙ্গলবার কংগ্রেস ছাড়লেন তিনি। খোদ রাহুল গান্ধী ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন কংগ্রেসে।
কংগ্রেসে যোগ দেওয়ার পর লোকসভা ভোটে লড়ার টিকিটও পেয়েছিলেন। লড়েছিলেন মুম্বই উত্তর কেন্দ্রে। কিন্তু হেরে যান। হারের পর মন্তব্য করেছিলেন, আমি কংগ্রেসে এসেছি আদর্শের জায়গা থেকে। ভোটের ফলাফল রাজনীতিতে থাকা না থাকার ওপর কোন প্রভাব ফেলবে না।
সেই উর্মিলাই মঙ্গলবার কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে বলেন, মুম্বইয়ের রাজনীতির বৃহত্তর স্বার্থের কথা ভেবেই কংগ্রেসে যোগ দিয়েছিলাম , কিন্তু দেখলাম কংগ্রেসের সংকীর্ণ অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে আমাকে ব্যবহার করা হচ্ছে। আক্ষেপ করে বলেন, কংগ্রেসে থেকে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু সুযোগটাই পেলাম না।
উর্মিলা দল ছাড়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? না, ভবিষ্যতে অন্য দলের দিকে পা বাড়াবেন?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.