Header Ads

সত্রীয়া সংস্কৃতির বাণী নিয়ে বরাক উপত্যকায় পৌঁছলো সত্ৰ মহাসভার একটি প্রতিনিধিদল


নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি ।সত্ৰীয়া সংস্কৃতির বাণী নিয়ে  বরাক উপত্যকায় পৌঁছল সত্ৰ  মহা সভার একটি প্রতিনিধি দল।
 উল্লেখ্য যে শংকরদেবের একশরন ভাগবতী ধর্ম প্রচার ও প্রসারের লক্ষ্যে সত্ৰীয়া  সংস্কৃতির বাণী নিয়ে  সোমবার বরাক উপত্যকায় রওনা হয়েছিল অসম সত্ৰ মহাসেবার  একটি  প্রতিনিধিদল।সত্ৰ মহাসভার প্রধান সম্পাদক কুসুম  কুমার মহন্তের নেতৃত্বের যাওয়া প্রতিনিধিদলটি বরাক উপত্যকার ভ্রমণকালে কাছাড় ,করিমগঞ্জ আর  হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে থাকা হিন্দু বাঙালি অসমীয়া আর মণিপুরি গ্রামের লোকদের সাক্ষাৎ করে শংকরদেবের আদর্শে তাদেরকে অসমীয়া মূলস্রোতে আনার চেষ্টা করবে। আগামী  ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সত্ৰ মহাসভার এই অভিযান অব্যাহত থাকবে । সত্ৰ মহাসভার প্রধান  সম্পাদক বলেন ইতিমধ্যে বরাকের কয়েকটি অসমীয়া ,হিন্দু ,বাঙ্গালী আর মনিপুরী গ্রামের লোকেরা সত্ৰ মহাসভার সাথে  সাথে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেছে ।এই ভ্রমণকালে বরাকের তিন জেলাতে একটি করে জেলা সমিতি গঠন করবে সত্ৰ মহাসভার প্রতিনিধিদলটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.