Header Ads

'পাকিস্তান নিচে নামতে পারে, কিন্তু কাশ্মীর নিয়ে মাথা উঁচু রাখবে ভারত’ : আকবরউদ্দিন

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীর ইস্যুতে এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার আগে জোরদার তোপ দিয়ে পাকিস্তানকে কার্যত হাওয়া বুঝিয়ে দিল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সইদ আকবরউদ্দিন কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থান ঘিরে মন্তব্য করতে গিয়ে চরম বার্তা দিয়েছেন। কাশ্মীর ইস্যু রাষ্ট্রংসংঘের সাধারণ সভায় উঠবে কি না, তা নিয়ে প্রশ্ন আসতেই তার কড়া জবাব দেন আকবরউদ্দিন।
রাষ্ট্রসংঘে যদি পাকিস্তান কাশ্মীর ইস্যু উত্থাপন করে তাহলে তার জবাব কিভাবে দেবে ভারত? এই প্রশ্ন উঠে আসে রাষ্ট্রসংঘের সভার আগে । রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি আকবরউদ্দিনকে এই প্রশ্ন শুনতেই তার কড়া জবাব দেন। জবাবে সরাসরি পাকিস্তানের নাম না করে ইসলামাবাদকে খোঁচা দিয়ে প্রশ্নের জবাব দেন তিনি।
আকবরউদ্দিন বলেন, ' ওরা (পাকিস্তান) নিচে নামতে পারে, তবে ভারতের মাথা উঁচু থাকবে। আমরা বহু ধরনের মেইনস্ট্রিম সন্ত্রাসবাদ দেখেছি আগে। আর আপনি যা বলছেন, তাতে ওরা চাইতে পারে মেইনস্ট্রিম হিংসাত্মক বক্তব্য রাখতে ।'
প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ২৭ সেপ্টেম্বর মোদী সেখানে বক্তব্য রাখবেন। একই দিনে সেখানে বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। সবমিলিয়ে আন্তর্জাতিক রাজনীতির এই হাইভোল্টেজ সভার দিকে তাকিয়ে রয়েছে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.