Header Ads

বিজেপি কার্যালয়ে সেবা সপ্তাহ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও নেত্রদান শিবির

জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : জীবন পথে রক্তদান আর যাওয়ার পথে নেত্ৰদান - এই সংকল্পে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ হেতু হাইলাকান্দি জেলা বিজেপির কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও নেত্রদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি সুব্রত নাথের সভাপতিত্বে  শিবিরের শুভারম্ভে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক স্নেহা রায়, ঈমান বাহার মাঝারভূইঁয়া সহ ল্যাব ট্যাকনিশিয়ান অজয় শঙ্কর দাস, সমিন লস্কর, উনিফা লস্কর, কাউন্সিলর অপূর্ব ঘোষ দত্ত রক্তদানের উপকারিতার বিষয়ে উপস্থিত সকলকে আলোচনার মাধ্যমে সচেতন করেন। এর পাশাপাশি কাউন্সিলর তথা সক্ষম সংগঠনের কর্মী মিঠুন রায় নেত্রদানের বিষয়ে আলোচনা করেন। 
আলোচনা শেষে হাইলাকান্দি জেলা বিজেপি যুবমোর্চার সহসভাপতি অমরজ্যোতি দেব রক্তদানের মাধ্যমে শিবিরের প্রারম্ভ হয়। এতে জেলা সম্পাদক সন্দীপন পাল, বিভাস সিং, পরিতোষ শীল, বিভন নাথ, নিটন পাল, বিপ্লব পুরকায়স্থ, বিশ্বজিৎ নাথ লস্কর, পিংকু মালাকার, অমিত কুমার দেব, গৌতম গুপ্ত, রমেন্দ্র তাঁতী, মহিলা নেত্রী অনামিকা আচার্য্য, জয়দীপা পাল এবং হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ সহ প্রায় ৪০ জন কর্মকর্তা স্বেচ্ছায় রক্তদান করেন। তাছাড়া, সিরিশপুর মণ্ডলের সহ - সভাপতি অভ্রাংশু কুমার চৌধুরী ও স্বেচ্ছায় নেত্রদান করেন। 
এছাড়াও, শিবিরদ্বয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ - সভাপতি হীরকজ্যোতি চক্রবর্তী, জহর লাল নাথ,  রাজ্যিক সদস্য সুব্রত শর্মা মজুমদার, যুবমোর্চার কর্মকর্তা সুমিত দেব,শহর মন্ডল সভাপতি মানব চক্রবর্তী, কাটলিছড়ার রাজকুমার দাস, গোবিন্দলাল চ্যাটার্জী সহ নবাগত বিজেপি সদস্য তথা অসমের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় প্রমুখরা। উল্লেখ্য, এই শিবিরে পল্লবী নাথ, সুমি রায়, উমা রায় সহ জেলার মহিলাদেরও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে দেখা যায়। অনুষ্ঠানের শেষে হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ ও রক্তদাতাদের প্রশংসা পত্র প্রদান করেন এবং এর পাশাপাশি শিলচর মেডিকেল কলেজ থেকে আগত সকল চিকিৎসক ও কর্মীদের ভুয়সী প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.