যাদবপুরে বাবুল নিগ্রহকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, বাম-বিজেপির থানায় অভিযোগ থেকে জোড়া মিছিল
বিশ্বদেব চট্টোপাধ্যায় : যাদবপুরে বাবুল সুপ্রিয় নিগ্রহকাণ্ডে রীতিমতো তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার ঘটনার জেরে এসএফআই ও এপিভিপি-র তরফে ভিন্নভাবে দায়ের করা হয়েছে এফআইআর। এদিন, যাদবপুর পুলিশ স্টেশননে গিয়ে, বাবুল সুপ্রিয়কে হেনস্থা ও অগ্নিমিত্রা পলকে অপদস্থ করার অভিযোগ দায়ের করে বিজেপির ছাত্র সংগঠন। অন্য়দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবিভিপির তাণ্ডবের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় বাম ছাত্রযুব সংগঠন।
এদিকে, রাজ্য রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে চলেছে বাবুল নিগ্রহ কাণ্ডকে ঘিরে। শহরে এদিন গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসে এবিভিপি। শহরে রীতিমতো মিছিল করে বিজেপি ও এবিভিপির তরফে বাবুল নিগ্রহকাণ্ডে র প্রতিবাদ জানায় গেরুয়া শিবির। যে মিছিলে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও গেরুয়া শিবিরের সায়ন্তন বসু।
অন্যদিকে, বাম ছাত্র যুব সংগঠনের তরফেও এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। এছাড়াও এদিন যাদবপুরের তরফে, কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা একটি আলাদা মিছিল বের করে গোটা ঘটনার প্রতিবাদ জানাবেন।
প্রসঙ্গত, এসএফআই এদিন থানায় গিয়ে এবিভিপি-র তাণ্ডবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অন্যদিকে, মেয়োরোডে বিজেপির যুব সংগঠন এবিভিপি অবস্থানে বসে দাবি করে, যতক্ষণ না পর্যন্ত যাদবপুরের উপাচার্য পদত্যাগ করছেন, ও যাদবপুরে যারা বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছে তাদের গ্রেফতারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের অবস্থান বিক্ষোভ চলবে।
ওদিকে যাদবপুরের হেনস্থাকারীদের 'স্বঘোষিত মাওবাদী' তকমা বাবুলের ! চিহ্নিত করে দিলেন অভিযুক্তদের। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করছিলেন,ঠিক সেদিনই দুপুর থেকে রাত পর্যন্ত বাংলার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান দেখেছে এক অগ্নিগর্ভ সময়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বৃহস্পতিবারের এবিভিপি-র অনুষ্ঠানকে কেন্দ্র করে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হয়। আর সেই ঘটনায় অভিযুক্তদের আজ ছবি পোস্ট করে চিহ্নিত করে দিলেন বাবুল।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন যাদবপুর কাণ্ডে যারা অভিযুক্ত , যারা বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছেন তারা 'দেশদ্রোহী'। আর বাবুল সুপ্রিয় এদিন নিজের টুইটার পোস্টে অভিযুক্তদের ছবি পোস্ট করে দাবি করেন, যে যাদবপুরের ঘটনায় যারা দোষী তারা 'স্বঘোষিত মাওবাদী'।
এদিন , কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এদিন রীতিমতো তোপ দাগেন বাবুল সুপ্রিয়। তিনি নিজের পোস্ট-এ এক পড়ুয়াকে চিহ্নিত করে প্রশ্ন তোলেন, এই অভিযুক্তদের বিরুদ্ধে মমতা সরকার কোন্ ব্যবস্থা করছেন সেটা তিনি জানতে চান।
বাবুল সুপ্রিয়’র চুলের মুঠি ধরে, তাঁর জামাকাপোড় ছিঁড়ে দেওয়া হয় যাদবপুর ক্যাম্পাসে। এমনই অভিযোগে সরব বিজেপি। আর সেই ঘটনা প্রসঙ্গে যাদবপুরের প্রাক্তন অধ্যাপক, পদ্মশিবিরের প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় ঘটনার নিন্দা করে টুইট করেন, '২০ বছর যাদবপুরে অধ্যাপনা করার পর এই ঘটনায় আমি লজ্জিত।’
কোন মন্তব্য নেই