Header Ads

জাতীয় নাগরিকপঞ্জি তালিকায় নাম নেই গুয়াহাটির চিকিৎসক ডাঃ মাফুজুর রহমানের

নয়া ঠাহর প্রতিবেদন : আজীবন একজন দ্বায়িত্বশীল চিকিৎসক হিসাবে সেবা করে গেছেন তিনি। সেই চিকিৎসক  মাফুজুর রহমানের নাম নেই জাতীয় নাগরিকপঞ্জি তালিকায়।কার্যত এই ঘটনায় বিস্মিত ডাঃ মাফুজুর একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, এনআরসি প্রক্রিয়া চলাকালীন ধৈর্য ধরে সমস্ত নথি পেশ করেছিলেন তিনি। তাঁর ঠাকুর্দার এদেশের পাসপোর্টও রয়েছে, তা সত্বেও তাঁর নাম বাদ পড়ল।
মাফুজুর শুধু একা নন। কার্গিল যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনা মহম্মদ সানাউল্লার নামও নেই শনিবার প্রকাশিত এনআরসি তালিকায়।
তবে এই ঘটনায় বিস্মিত হলেও ভেঙে পড়েননি ডাঃ মাফুজুর রহমান। তাঁর বিশ্বাস হাইকোর্টে ঠিক তিনি তাঁর নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.