লতা মঙ্গেশকরকে জন্মদিনে ‘জাতির কন্যা’ উপাধি দিতে চলেছে মোদী সরকার
বিশ্বদেব চট্টোপাধ্যায় : কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের জন্মদিনের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গৌতম রাজ্যপাঠ্যের সংরক্ষণাগার থেকে তাঁর বোন ও গায়ক উষা মঙ্গেশকরের চিত্রের একটি সংকলন প্রকাশ করেন। ওঁর ৯০ তম জন্মদিনে সরকার তাঁকে বিশেষ উপাধি দিয়ে ভূষিত করতে চলেছে। লতা মঙ্গেশকর আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০১৯ এ ৯০ বছরে পা দেবেন। তাঁকে জন্মদিন উপলক্ষ্যে মোদী সরকার ‘ডটার অফ দি নেশন’ তথা ‘জাতির কন্যা’ উপাধিতে ভূষিত করবেন।
লতা মঙ্গেশকর একজন ভারতীয় গায়িকা যাঁর কন্ঠস্বরের সবাই ভক্ত। যদিও এখন তিনি গান থেকে কিছুটা দূরেই রয়েছেন এবং তাঁর গানগুলি আজকের গানের সঙ্গে খুব বেশি শোনা যাচ্ছে না--তবুও তাঁর পুরানো গানের সামনে আজকের হিট থেকে হিট গানগুলিও নস্যাৎ হয়ে যায়। তাঁর দীর্ঘ বলিউড কেরিয়ারে তিনি হাজার হাজার অসাধারণ গান উপহার দিয়েছেন।
গত সাত দশকে সঙ্গীত জগতে ওঁর অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। লতা মঙ্গেশকরকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উপাধি প্রদান করা হবে। সংগীত জগতে ওঁর অবিস্মরণীয় অবদানের স্বীকৃতীস্বরূপ, তাঁকে উপাধি দেওয়ারে অর্থ প্রতিভাকে সম্মান ও শ্রদ্ধা জানানো। তাই মোদী সরকার তাঁকে দেশের কন্যা উপাধি দিয়ে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন। লতা মঙ্গেশকরকে উনার ৯০ তম জন্মদিনে এই উপাধি দিয়ে ভূষিত করা হবে।
কোন মন্তব্য নেই