Header Ads

কলকাতায় অমিত শাহের পুজো উদ্বোধন ! আয়োজক কমিটির মধ্যে দ্বন্দ্ব

বিশ্বদেব চট্টোপাধ্যায় : অমিত শাহকে দিয়ে কলকাতার দুর্গা পুজোর উদ্বোধনে দ্বন্দ্ব যেন কাটছেই না। এবার দ্বন্দ্ব তৈরি হয়েছে সল্টলেকের বিজে ব্লকের পুজো কমিটির কর্তাদের মধ্যে। বিজেপির তরফ থেকে ৫ টি পুজো বেছে অমিত শাহের কাছে পাঠানো হয়েছিল। সেখান থেকে বিজে ব্লকের পুজোটিকেই তিনি বেছে নিয়েছেন। রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, অমিত শাহ ১ অক্টোবর সন্ধে সাতটায় ওই পুজোর উদ্বোধন করবেন।
পুজোয় কোনও রাজনৈতিক হস্তক্ষেপ তারা চান না, একথা জানিয়েছেন বিজে ব্লকের পুজো কমিটির কর্তাদের একাংশ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি অমিত শাহ পুজোর উদ্বোধন করেন, তাতে কোনও বিরোধ নেই বলেও জানান ওই কর্তারা। পুজো কমিটির সভাপতির আগ্রহেই অমিত শাহ আসছেন বলেও জানানো হয় বিজে ব্লকের পুজো কমিটির তরফে।
অন্যদিকে পুজো কমিটির অপর পক্ষের কর্তারা জানাচ্ছেন, অমিত শাহকে দিয়ে পুজোর উদ্বোধনে কোনও বিরোধ নেই। কোন্দলেরও কোনও প্রশ্ন নেই। সল্টলেকের চেয়ারম্যান কৃষ্ণা বসু এবং বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুকেও আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
এসপিজি বিধাননগর পুলিশকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতেই পরিস্থিতি সামনে আসে বলে অভিযোগ। ঘটনাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন এসপিজির আধিকারিকরা ঘটনাস্থলে যান। রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ বিষয়টি দেখছেন। তবে অমিত শাহ যে ওই পুজোই ১ অক্টোবর সন্ধে সাতটায় উদ্বোধন করবেন, তা তিনি সাফ জানিয়ে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.