Header Ads

মন কি বাত অনুষ্ঠানে মোদীর সঙ্গে যোগ দিলেন লতা মঙ্গেশকর

বিশ্বদেব চট্টোপাধ্যায় : গতকালই গিয়েছে শিল্পীর ৯০তম জন্মদিন। সেই জন্মদিনের শুভেচ্ছা দিয়েই মন কি বাত অনুষ্ঠান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু শুভাচ্ছেতেই শেষ থাকেনি অনুষ্ঠান। চমক ছিল আরেকটি। সরাসরি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে হাজির করেিছলেন তাঁর অনুষ্ঠানে। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিলেন। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যোগ দিয়েছিলেন মোদীর মন কি বাত অনুষ্ঠানে। সেটা ছিল ২০১৫ সাল। জানুয়ারি মাসে মন কি বাত অনুষ্ঠানে মোদীর সঙ্গে সামিল হয়েছিলেন ওবামা।
মন কি বাত অনুষ্ঠানটি মোদী প্রথম শুরু করেছিলেন ২০১৪ সালে অক্টোবর মাসে। সেবার প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। তারপর থেকে দফায় দফায় হয়েই চলেছে প্রতি রবিবার এই রেডিও বার্তা অনুষ্ঠান।
এদিন সকাল ১১টা নাগাদ মন কি বাত অনুষ্ঠান শুরু করার পর মোদী বলেন সকলের জন্য একটি চমক রয়েছে। তারপরেই ভেসে আসে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের গলা। এই প্রথম কোনও ভারতীয় যোগ দিয়েছেন মোদীর এই অনুষ্ঠানে। শিল্পীর ৯০ তম জন্মদিন গোটা দেশ উদযাপন করেছে ২৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী একদিন পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এই চমকটি দেওয়ার জন্য। গ্রামাঞ্চলের অনেক মানুষই উচ্ছ্বসিত হয়েছেন লতা মঙ্গেশকরের গলা শুনে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। গতকালই ৯০ তম জন্মদিন উদযাপন করেছেন তিনি। গোটা দেশ তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। সেই কিংবদন্তী শিল্পীেক মন কি বাত অনুষ্ঠানে নিয়ে একেবারে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তার আগে অবশ্যে নিজে টুইট করে সেই খবর জানিয়েছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, তাঁর প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধা রয়েছে। দেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সাক্ষী তিনি। লতা মঙ্গেশকরকে 'দিদি' বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মোদী জানিয়েছিলেন আমেিরকা সফরে যাওয়ার আগেই তিনি দিদিেক জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। 
মোদীর সঙ্গে লতা মঙ্গেশকরের সেই কথোপকথনের রেকর্ড শোনানো হয় এদিন। লতা মঙ্গেশকর বলেছেন, মোদী যেন তাঁকে আশীর্বাদ করেন। মোদী পাল্টা বলেন, তিনি বয়সে ছোট তাই আশীর্বাদ তাঁরই প্রাপ্য। 
লতা মঙ্গেশকর মোদীর এই জবাবের পরে বলেন, অনেক মানুষ আছে যাঁরা তাঁদে কাজের মাধ্যমে প্রাজ্ঞ হয়, মোদী সেরকম একজন। যিনি নিজের কাজের জন্য অনেক বড়। মোদীকে লতা মঙ্গেশকর বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের ছবিটা বদলাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.