Header Ads

পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ মেঘালয়ার আইএএস অফিসারের

ছবি- রাম সিং।
ননী গোপাল ঘোষ, শিলং : তিনি রাম সিং। আইএএস অফিসার। তিনি মেঘালয়ার পশ্চিম গারো পাহাড় জেলার জেলাশাসক । গত মাস ছয়েক ধরে রোজ বেরোন প্রাতঃভ্রমণে। না এর মধ্যে নিশ্চয়ই কোন অভিনবত্ব নেই। অনেকেই শরীর - স্বাস্থ্য ঠিক রাখতে রোজই বেরোন প্রাতঃভ্রমণে। রাম সিং হাঁটেন দশ কিলোমিটার। সপ্তাহে একদিন নিজের পিঠের ঝুড়িতে করে কিনে আনেন স্থানীয় বাজার থেকে প্রায় ২১ কেজি টাটকা শাক- সবজি।
রোজকার জীবনে প্ল্যাস্টিকের  ব্যবহার কমাতেই এই উদ্যোগ রাম সিংয়ের। পায়ে হেঁটে যান দশ কিলোমিটার রাস্তা। গাড়ি নেন না। তাঁর মতে, গাড়ি ব্যবহার করলে বাড়বে দূষণের মাত্রা। তাই তিনি বাজারে যখনই যান গাড়ি নেন না।
প্রথম - প্রথম অনেকেই বলেছিলেন, ২১ কেজির মতো  শাক - সবজি নিয়ে হাঁটতে কষ্ট হবে। তখন নিজেই অন্যদের বুদ্ধি দেন , পিঠের ঝুড়িতে সবজি বইতে। রাম সিংয়ের দেখাদেখি এখন অনেকেই বেরোচ্ছেন এভাবে বাজার করতে ।
প্রাতঃভ্রমণে রাম সিংয়ের সঙ্গে  থাকেন তাঁর স্ত্রী ও বাচ্চা। স্ত্রীর পিঠে হ্যাঙ্গিং ব্যাগে থাকে ঘুমন্ত ছোট্ট শিশু। এভাবেই ভোরবেলা হাঁটেন এই দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর রাম সিংকে অভিনন্দনের বন্যায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.