Header Ads

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, শিক্ষা প্রতিষ্ঠানকে পঠনপাঠনের মন্দির গড়ার ডাক

বিশ্বদেব চট্টোপাধ্যায় : রাজ্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেইগুলিকে শিক্ষার ও পঠনপাঠনের মন্দির করে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে, ক্যাম্পাসে একটা ঐক্যের জায়গা রাখতে হবে । শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনও রকম নিগোসিয়েশন-এর বা আলোচনাসূত্রে মীমাংসার স্থান নেই-- এমনটা হতে পারে না। কোনও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না যা শিক্ষার পরিবেশ কে বিঘ্নিত করবে। তিনি ছাত্র, শিক্ষক, প্রাক্তন ছাত্র সবাইকে আরেকবার ভাবতে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কী কী করা উচিত তা ঠিক করার জন্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একুশতম সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে রবিবার এই কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর। আচার্য হিসেবে এটা প্রথম কোনও সমাবর্তনে আসা রাজ্যপালের । 
এই সঙ্গে রাজ্যপাল বলেন যে বিশ্ববিদ্যালয়গুলির উচিত অন্যর মতকেও সম্মান জানানো । যদি সেটা তাদের মতের মিল নাও হয় তাহলেও। ঘটনাচক্রে এটা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিতর্কে পরেই। অনেকেই মনে করছেন যে রাজ্যপাল এই কথাগুলো বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক সৃষ্টির জেরে। এই সঙ্গে রাজ্যপাল বলেন যে তিনি আশাবাদী যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি আবার আগের মতো তার গরিমা ফিরে পাবে এবং ছাত্র ছাত্রীরা তাদের মেধা দিয়ে শিক্ষার সর্বোচ্চ জায়গাতে গিয়ে পৌঁছাতে পারবে।
এই বছর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রজত কান্ত রায়। সাম্মানিক ডি এস সি দেওয়া হয় অশোক সেন ও শান্তনু ভট্টাচার্যকে। গত বছরের তুলনায় এই বছর বেশি ছাত্রছাত্রী পি এইচ ডি এবং এম ফিল ডিগ্রি অর্জন করেছেন বলে জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। নতুন কিছু বিষয়ে পঠনপাঠন শুরু করার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়কে পরিবেশ বান্ধব করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.