Header Ads

পান্ডু তিন নম্বর কলোনির এবার পুজোর থিম সমাজের সর্বস্তরের ,জনগণের মিলন ও সংঘবদ্ধতা




দেবযানী পাটিকার। শিশিরে ভেজা ঘাস ও শিউলি ফুলের গন্ধে আকাশে বাতাসেএখন পুজো পুজো গন্ধ । শিশির ভেজা ঘাস ও শিউলীর  ফুলে বাতাস জানান দিচ্ছে শরৎ এসে গেছে  চারিদিকে এখন খুশির আমেজ ।মা এবার ঘোটকে আসবেন ও যাবেন ও ঘোটকে।গত বছরের মত ঐতিহ্য অক্ষুন্ন রেখে এবারো দেবী বন্দনায় মেতে উঠেছে পান্ডু ৩ নং কলোনী দুর্গা পুজা কমিটি। 

দেবীর বাস্তব রূপ সমগ্র সমাজ। দেবীর বোধন -কোটি কোটি জনগনের জাগরণ। দেবীর পুজা সমগ্র সমাজের সর্বশ্রেনীর জনগনের মিলন ও সঙ্ঘবদ্ধতা। এই ভাব ও সঙ্কল্পে উদ্বুদ্ধ হয়ে পান্ডু ৩ নং কলোনী শারদ উৎসবের আয়োজন করেছে। 
। পেন্ডেল ঘটের আদলে তৈরি করবেন সুজয় ডেকরেটর। মূর্তি -নিউ মা শিল্পালয়ের শিল্পী মনিকা পাল, ঢাক- উত্তর বঙ্গের জয়গুরু ব্যান্ড পার্টি,
আলোকসজ্জায় মিঃ রাজু তাছাড়া  একজন দুঃস্থ মাতৃকে বস্ত্র প্রদান করে মাতৃ আরাধনার শুভ সূচনা করা হবে। এই উৎসবকে সুচারুভাবে পরিচালনা করার জন্য সভাপতি ডাঃ নিপেন্দ্র ডেকা ,কার্য্যকারি সভাপতি গৌতম পাল ভবেশ ভটাচার্য,সম্পাদক সুব্রত ধর সুবল দেবনাথ ও বাবু আলী, কোষাধ্যক্ষ সৌরভ পাল ও কুনালজ্যৎ ডেকাকে নিয়ে ২৫ জনের এক শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
পান্ডু নিউ কলোনির  জয়হিন্দ ক্লাবের এবারের থিম অমরনাথের মন্দির। বিশাল অমরনাথের মন্দির কে সুন্দর করে তুলে ধরা হবে।সাথে থাকবে বাবা ভোলানাথের মূর্তি।এর সাথে রয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা। কম বাজেটের পুজো হলেও প্রতিবছরই এই পূজা দেখতে আশেপাশে এলাকার বহু লোক এখানে  ভিড় জমান।এই পুজো এলাকার পুরনো পুজোর মধ্যে একটি।এবার এই পুজো ৭৩ বছরে পা দিল। পান্ডু বড় বাজারের পুজোর এবার ৭১ তম বছর ।এখানে রয়েছে মা দুর্গার স্থায়ী মন্দির যেখানে প্রতি বছর দুর্গাপূজায় আয়োজন করা হয়। এবারের পুজোর সভাপতি  সুব্রত রায় ও সম্পদক ও সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে জানান যে প্রতিবছর পান্ডু বড়বাজারের পুজো দেখতে অসংখ্য লোক ভিড় জমান ।এর সাথে  বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উদ্যোক্তারা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.