২০২১-এর লক্ষ্যে পরিকল্পনা ! বিজেপির ১৮ সাংসদকে বিশেষ দায়িত্ব
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ২০২১-এর বিধানসভা জয়ই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাথিক চোখ। তাই মুখ্যমন্ত্রী পে কমিশন ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা বলছেন, আসলে রাজ্য সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের সপ্তম পে কমিশন লাগু করা হবে, ঠিক অন্যদিকে রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের মধ্যে ১৮ জনকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে শুক্রবার।
২০১৪-র নির্বাচনে বিজেপি রাজ্য থেকে লোকসভায় মাত্র দুটি আসন পেয়েছিল। আর ২০১৯-এর নির্বাচনে তা বেড়ে গিয়ে হয়েছে ১৮। এছাড়াও রয়েছেন রাজ্যসভার সদস্যরাও। ফলে রাজ্যবাসীর প্রতি বিজেপির দায়িত্বও বেড়েছে।
বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে ভুল ভ্রান্তি ধরতে তৎপর বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সেগুলিকে সাধারণ মানুষের সামনেই তুলে ধরতে সচেষ্ট তারা। ফলে রাজ্য থেকে নির্বাচিত নয় দলীয় সাংসদকে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে। সবকটি সংসদীয় কমিটির সদস্য সংখ্যা ৩১। এর মধ্যে লোকসভা থেকে ২১ জন এবং রাজ্যসভা থেকে ১০ জন সদস্য রয়েছেন।
একনজরে কে কোন সংসদীয় কমিটিতে রয়েছেন-
দিলীপ ঘোষ, স্বরাষ্ট্রমন্ত্রক
এসএস আলুওয়ালিয়া, অর্থমন্ত্রক
খগেন মুর্মু, গণবন্টন মন্ত্রক
স্বপন দাশগুপ্ত (রাজ্যসভা সাংসদ), বিদেশমন্ত্রক
রূপা গাঙ্গুলি (রাজ্যসভা সাংসদ) ও শান্তনু ঠাকুর : বাণিজ্যমন্ত্রক
জগন্নাথ সরকার, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
জয়ন্ত রায়, বিজ্ঞান-প্রযুক্তি-পরিবেশ-বন মন্ত্রক
সৌমিত্র খান, পর্যটন মন্ত্রক
সুভাষ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
জন বার্লা ও রাজু বিস্তা, শ্রম মন্ত্রক
অর্জুন সিং, সামাজিক ন্যায় বিচারমন্ত্রক
কুনার হেমব্রম, কয়লা ও স্টিল মন্ত্রক
জ্যোতির্ময় সিং মাহাত, কর্মীবর্গ এবং জন অভিযোগ মন্ত্রক
লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার ও নিশীথ প্রামাণিক, তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
কোন মন্তব্য নেই