Header Ads

দেশবন্ধু ফুটবল : ৩-২ তে জয়ী মেঘালয়ের তাইলাং

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : দেশবন্ধু ক্লাবের নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউণ্ডের সপ্তম দিনের খেলায় ট্রাইবেকারে ৩-২ তে জয়লাভ  তাইলাং মেঘালয়ের ফুটবল দল। তারা পরাজিত করে মিলন সংঘ ফ্রেণ্ডস ক্লাব ফুটবল দলকে। 
আজকের খেলা পরিচালনা করেন রণেন্দু চক্রবর্তী, প্রবাল বর্মন,রুহেল সেনাপতি ও ওমপ্রকাশ সিংহ। আগামীকাল ভাঙ্গারপার ইলেভেন ব্রাদার্স বনাম ডলু রামপুরের ফুটবল দল পরস্পরের মুখোমুখি হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.