Home
/
Unlabelled
/
পুজার প্রাক্কালে অসম সহিত সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা,বিপদে উদ্যোক্তারা
পুজার প্রাক্কালে অসম সহিত সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা,বিপদে উদ্যোক্তারা
দেবযানী পাটিকার। বৃষ্টি করতে পারে পুজোর আনন্দকে ম্লান।আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুসারে আগামী ৪ দিন অসম সহিত সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।নবরাত্রি ও দুর্গোৎসবের ঠিক প্রাক্কলে ৩০সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সমগ্র অসমে ,মেঘালয় সহিত উত্তর পূর্বের সমস্ত রাজ্যগুলিতেই প্রবল বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে গুয়াহাটির সমস্ত মণ্ডপ গুলিতে চলেছে অন্তিম পর্যায়ের মণ্ডপ সজ্জার কাজ।নগরের কুমারটুলিতেও চলছে প্রতিমার shesh পার্যায়ের কাজ।মহালয়ার দিনই মায়ের চক্ষু দান করা হয়।এর পর রং ও বাকী কাজ শেষ করেন মৃৎশিল্পীরা। এই বৃষ্টির ফলে মাথায় হাত উদ্যোক্তাদের সাথে মৃৎশিল্পীদেরও ।এমনিতেই বিভিন্ন সমস্যাতে জর্জরিত মৃৎশিল্পীরা ।বাজারের সমস্ত জিনিষের দাম বেড়ে গেছে।আগে যে সমস্ত জিনিষের ট্যাক্স দিতে লাগত না এখন সেই সব জিনিষের ট্যাক্স দিতে হচ্ছে।
নগরের পাণ্ডু স্থিত কুমারটুলির এক মৃৎশিল্পী ধীরেন পাল এ প্রসঙ্গে বলেন যে মায়ের প্রতিমার রং,কাপড়,গয়না,সাজানোর জিনিষের দাম আগে অনেক কম ছিল ট্যাক্স দিতে হতোনা।কিন্তু এখন সমস্ত জিনিষের দাম ভীষন বেড়ে গেছে।ফলে মাথায় হাত মৃৎশিল্পীদের ।ওদিকে প্রতিমা তৈরীর উপকরণ যেমন বাঁশ,মাটি,ইত্যাদির দামও বেড়ে গেছে।এর ফলে লাভের মুখ দেখতে পাচ্ছে না মৃৎশিল্পীরা। দিনে আঠ, দশ ঘন্টা কাজ করেও পুজোর সময়ে বাড়তি টাকা রোজগারের করতে পারেন না মৃৎ শিল্পীরা। এর পর কারিগরের মজুরিও প্রতি বছর বেড়েই চলেছে।এর ফলে নবীন প্রজন্ম এই ব্যবসায় আসতে নারাজ।এর সাথে বৃষ্টির ফলে মৃৎশিল্পীর সাথে পুজো কমিটির উদ্যোক্তাদের মাথায় হাত। পুজো কমিটির উদ্যাগতারা লাখ লাখ টাকা খরচ করে মন্ডপ তৈরী করেছেন বৃষ্টির ফলে মণ্ডপ তৈরির কাজেরও ভীষণ আসুবিধায় পড়েছে পুজো কমিটি ও মৃৎ শিল্পীরা।










কোন মন্তব্য নেই