Header Ads

ইসরোর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ভবিষ্যতের মহাকাশচারী নমিরা সালিম

নয়া ঠাহর প্রতিবেদন : পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ২০০৬ সালে পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে ঘোষণা করেছিল নমিরা সালিমকে। সেই নমিরা সালিমই এবার ইসরোর চন্দ্রভিযাযের প্রশংসায় পঞ্চমুখ হলেন।
নমিরা পাকিস্তানের করাচির একটি বিজ্ঞানবিষয়ক পত্রিকার পোর্টালকে বলেছেন, চন্দ্রযান ২ শুধু ভারতের নামই উজ্জ্বল করেনি, গোটা দক্ষিণ এশিয়াকে গর্বিত করেছে। মহাকাশে দক্ষিণ এশিয়া উপমহাদেশের সাফল্য অত্যন্ত  উল্লেখযোগ্য। নেতৃত্ব দিচ্ছে কোন দেশ তাতে কিছু যায় আসে না। কারণ মহাশূন্যে রাজনৈতিক বেড়ার কোন মূল্য নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শুভেচ্ছা জানিয়েছেন নমিরা।
প্রথম পাকিস্তানি মহিলা হিসাবে উত্তর ও দক্ষিণ দুই মেরুতেই পা রেখেছেন নমিরা সালিম। প্রয়োজনীয় প্রশিক্ষণ রয়েছে তাঁর। ভবিষ্যতে তাঁকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও মোনাকো ও দুবাইতে থাকেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.