Header Ads

তিন জঙ্গিকে নিকেশ করেই 'ভারত মাতা কি জয়' স্লোগান সেনার

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীরে নাশকতার উদ্দেশে জড়ো হওয়া তিন জঙ্গিকে এনকাউন্টারে খতম করেছে ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের রামবন জেলার বাতোটে এলাকায় এই ঘটনা হয়েছে। তিন জঙ্গিকে নিকেশ করার পরেই ভারতীয় সেনা 'ভারত মাতা কি জয়' ও 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
তার একটি ভিডিও সংবাদ সংস্থা এএনআই প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় সেনারা ভারত মাতার জয়গান করে উচ্ছ্বাস প্রকাশ করছেন। 
এই ঘটনায় এক সেনা জওয়ানও শহিদ হয়েছেন। জম্মু-কিশতওয়ার জাতীয় সড়কে এই হামলা হয়। জঙ্গিরা এক বৃদ্ধকে ধরে নিয়ে গিয়ে একটি বাড়িতে লুকিয়ে থেকে আত্মরক্ষার চেষ্টা করে। তবে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে শেষ অবধি ৩ জঙ্গি নিহত হয়েছে। তারপরেই সেনা উচ্ছ্বাসে ফেটে পড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.