দেশবন্ধু ক্লাব নক আউট ফুটবল : ৩-১ এ বিজয়ী ডলু রামপুর
বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়া : বিহাড়া যুধিষ্ঠির সাহা স্কুলের মাঠে আয়োজিত দেশবন্ধু ক্লাব নক আউট ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় ডলু রামপুর ৩-১ গোলে ভাঙ্গারপার ইলেভেন ব্রাদার্সকে পরাজিত করে। খেলার ৩১মিনিটের মাথায় ভাঙ্গারপারের পক্ষে প্রথম ও একমাত্র গোলটি করেন মাসুম সিং।
ভাঙ্গারপার প্রথম এগিয়ে থাকলেও খেলার ৩৯ মিনিটের মাথায় ডলু রামপুরের পক্ষে রামেশ্বর চাষা গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। খেলার ৪১মিনিটের মাথায় ঝুলন ভূমিজের গোলে ডলু রামপুর ২-১ গোলে এগিয়ে যায়। এরপর ডলু রামপুরের দাপটে ভাঙ্গারপার দল এগোতে পারেনি। খেলার ৪৩মিনিটের মাথায় জলেশ্বর মিশ্র ৩য় গোলটি করে ডলু রামপুরকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। নির্ধারিত সময়ের শেষে ডলু রামপুর ৩-১ গোলে ভাঙ্গারপার ইলেভেন ব্রাদার্সকে পরাজিত করে বিজয়ী হয়। সোমবারের ম্যাচে ডিমা ইয়ং ক্লাব খেলবে ট্রাইবেল ইউথ ক্লাব নূনছড়ির বিরুদ্ধে।









কোন মন্তব্য নেই