প্রধানমন্ত্রীর প্লাস্টিক মুক্ত দেশের স্বপ্ন কি সফল হবে? মদ গাঁজা, বিষাক্ত পানীয় বন্ধ হয়েছে? আর হবে কি?
অমল গুপ্ত, গুয়াহাটি : যে দেশে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার হাতে ধর্ষিতা হওয়ার পর সেই নির্যাতিতাকেই গ্রেফতার করা হয় সেই দেশে মদ, খৈনি, তামাক জাতীয় নেশা সামগ্রী ব্যবহার বন্ধ করা যায়? একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করতে পারবে সরকার? সামান্য পরিমাণ হলেও শরীরের পক্ষ্যে ক্ষতি কারক সীসা জাতীয় বিষাক্ত পদার্থ থাকা কোকোকোলার মতো পানীয় বন্ধের ক্ষমতা সরকারের আছে?
সংসদের এক কমিটিতে আজও বহুজাতিক পানীয় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ বহাল আছে। দুর্গা পূজার মরশুমে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ এবং অসমে যে হারে মদ খাওয়া হয়, তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। এই উৎসবের সময় পথ দুর্ঘটনার হার বহুগুণ বেড়ে যায়। বর্তমান যুব প্রজন্মের বেঁচে থাকার উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে মদ। নীতিহীন, মূল্যবোধহীন যুব প্রজন্মের সামনে পথ দেখাবার কোনো মহাপুরুষ নেই। গুটকা, পানমশলা কি নেশা জাতীয় সামগ্রীর মধ্যে পরে না? তবে পাতা জোড়া জুড়ে বিজ্ঞাপন কি করে প্রকাশ পায়? দেশের দশ হাজার কোম্পানি একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক উৎপাদন করে। প্রায় ৮ লাখ কর্মী জড়িত হয়ে আছে এই কাজে। এই প্লাস্টিকের ৯৮ ভাগ ব্যবহার কর দেশের কয়েকশো বহুজাতিক কোম্পানি ও কর্পোরেট সংস্থা এই কোম্পানিগুলি প্রায় ৭ কোটি দোকানদারের মাধ্যমে সারা দেশে প্লাস্টিক পৌঁছে দেয়। তাছাড়া ৫০ মাইক্রোনের বেশি প্লাস্টিক ব্যাবহার করা যাবে কিনা, বা এর বিকল্প হিসেবে কি ব্যবহার করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
বন ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন এই মুহূর্তে ব্যবহারযোগ্য প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ সম্ভব নয়। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে চিরতরে বিদায় এই নীতি গ্রহণ করে ধীরে ধীরে তা পুরোপুরি বন্ধ করা হবে। ততদিনে প্লাস্টিকের বিকল্প কিছু বেড়িয়ে আসবে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ৯৮ ভাগ দেশের বড় বড় বহুজাতিক কোম্পানি ও কর্পোরেট হাউস ব্যবহার করে। তাদের হাতে সময় দিতে হবে। আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মতিথির দিন থেকে দেশকে প্লাস্টিক মুক্ত করার সংকল্প গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।
নদ-নদী, রাস্তা ঘাট ড্রেন সব জ্যাম করে আবর্জনায় ভরিয়ে দিয়েছে সর্বত্র। সুমদ্রের গভীরেও প্লাস্টিক পৌঁছে গেছে। তিমি মাছের পেট থেকে ও প্লাস্টিক পাওয়া গেছে। আগুনেও পুড়ে না, কোনও ভাবে নষ্ট করা যায় না। এই আধুনিক সভ্যতার অভিশাপ বলা যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুবই এক ভালো উদ্যোগ গ্রহণ করেছেন, সফলতা পেলে দেশ আবর্জনা মুক্ত হবে। দেশের স্বাস্থ্য ভাল হবে। যেখানে মদ, ভাঙ, গাজা, তামাক জাতীয় নেশা সামগ্রী দেশকে কাবু করে দিয়েছে, রাজনীতিকরা প্রশ্রয়ে দেশ জুড়ে নেশার প্রচলন বেড়েই চলেছে। এই দেশে প্লাস্টিক মুক্ত ভারত কল্পনা করা যেতে পারে? প্রধানমন্ত্রীর স্বপ্ন কি সফল হবে?









কোন মন্তব্য নেই