জামিন নাকচ চিদম্বরমের, ফের তিহাড় জেলেই তিনি
![]() |
| ছবি-সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : ফের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের জামিনের আবেদন খারিজ হল দিল্লি হাইকোর্টে। আইএনএক্স মিডিয়া মামলায় সোমবার তাঁর জামিনের আবেদনের শুনানি হয়।
৭৪ বছর বয়সী চিদম্বরমকে নাটকীয়ভাবে গ্রেফতার করেছিল সিবিআই। ১৫ দিন সিবিআই হেফাজতে থাকার পর তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়।
সরকারের তরফে সোমবার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জামিনের বিরোধীতা করে বলেন, জামিন পেলেই চিদম্বরম দেশ ছেড়ে পালাতে পারেন । তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে।









কোন মন্তব্য নেই