Header Ads

চন্দ্রযান ২ সাথে হঠাৎ সম্পর্ক ছিন্ন,



নয়া ঠাহর প্রতিবেদন।ইতিহাস রচনা করতে আর মাত্র ২কিমি বাকী ছিল ঠিক তখনই চন্দ্র যানের-২সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়।এর সাথে চন্দ্রযান -২র মিশনের  ভবিষ্যৎ ও অন্ধকারে ডুবে যায়।ভারতীয় মহাকাশ অনুসন্ধান কেন্দ্র (ইসর,)অধ্যক্ষ কে সিবন চন্দ্রযানের সাথে সম্পর্ক নষ্ট হবার কথা ঘোষণা করেন।তিনি বলেন যে চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২,১কিমি আগে পর্যন্ত সবই ঠিক ছিল।এর পরই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়।তবে ডেটা বিশ্লেষণ হচ্ছে।  উল্লেখনীয় যে শনিবার ভোররাত প্রায় ১.৩৮ মিনিটে  প্রায়৩০ কিলোমিটার উঁচুতে ১,৬৫০মিনিট  প্রতি সেকেন্ডএর গতিতে ১,৪৭১কিলগ্রামের   বিক্রম যখন  চাঁদের দিকে যখন যাচ্ছিল তখন সবকিছু ঠিকই ছিল  এরপরে ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিংগের কমান্ডো নেটওয়ার্কের কেন্দ্রের  স্ক্রিনে দেখা যায় যে নিজের নির্ধারিত রাস্তা থেকে কিছুটা দূরে সরে গেছে বিক্রম আর এরপরে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় ।প্রায় ৯৭৮ কোটি টাকা চন্দ্রযান মিশনের জন্য খরচা করা হয়েছে  যা শেষ পর্যন্ত সফল ভাবে যেতে পারেনি।চন্দ্রযান ২র এই মহাকাশ যানের তিনটা অংশ আর্বিটর,বিক্রম ও প্রজ্ঞান, ।বিক্রম ২সেপ্টেম্বর অর্বিটর থেকে আলাদা হয়ে যায় ।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ইসরোর বিজ্ঞানীদের সাহসী হয়ে থাকার কথা বলেন। তিনি আরো বলেন যে এখন পর্যন্ত যা উপলব্ধি করতে পেরেছেন তা কোন ছোট উপলব্ধি নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.