Header Ads

মমতার আর দেওয়ার কিছু নেই, বাংলায় শুধু জঙ্গলরাজ !তর্পণেও নাড্ডার নিশানায় তৃণমূল

বিশ্বদেব চট্টোপাধ্যায় : মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু আট বছরেই তাঁর রাজত্ব জঙ্গলরাজে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা নেই। রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। শনিবার মহালয়ার দিন রাজ্যের শাসকদলকে এই ভাষাতেই বিঁধলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। বিজেপি রাজ্য সভাপতিকে পাশে নিয়েই তিনি এই বার্তা দিলেন।
শনিবার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির মাল্যদান করেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি। এরপর তিনি বাগবাজার ঘাটে দলীয় সদস্যদের সঙ্গে নিয়ে তর্পণ সারেন। দিলীপ ঘোষকে পাশে নিয়ে রাজনৈতিক সংঘর্ষে নিহত ৮০ জন দলীয় কর্মীর পরিবারকে সঙ্গে নিয়ে তিনি শহিদ তর্পণ কর্মসূচি পালন করেন। 
বাংলায় রাজনৈতিক সংঘর্ষে ৮০ জন দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে সঙ্গে নিয়েই পালিত হল শহিদ তর্পণ কর্মসূচি। বিজেপির এই তর্পণকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এদিন কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলকে কড়া বার্তা দেওয়াই ছিল বিজেপির লক্ষ্য।
এদিন তর্পণ কর্মসূচির পরই তৃণমূলকে কড়া সুরে বিঁধেছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। শাসকদলকে বিঁধে তিনি বলেন, বাংলায় জঙ্গলরাজ চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি শোচনীয়। রক্ষকই এ রাজ্যে ভক্ষক হয়ে উঠেছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নাড্ডা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, রাজ্যবাসীকে দেওয়ার মতো তাঁর কাছে আর কিছুই নেই। 
বাংলায় জঙ্গল রাজ্য চলছে বলে দাবি করে নাড্ডার ব্যাখ্যা, রাজ্যে ন্যায় নেই। পুলিশ এখানে নীরব দর্শক। দলীয় কর্মীর পরিবারের সদস্যরা আমায় জানিয়েছে, পুলিশ কোনও অভিযোগ নিচ্ছে না। ফলে দোষীরা ঘুরে বেড়াচ্ছে। এদিন মহালয়ার তর্পণেও বিজেপি নিশনা করল তৃণমূলকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.