Header Ads

ইস্তানবুল যাওয়ার পথে দিল্লির বিমানবন্দর থেকে গ্রেফতার কাশ্মীরি রাজনীতিবিদ শাহ ফয়জল

                                                                 ছবি, সৌঃ আন্তৰ্জালনয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জম্মু কাশ্মীরের আইএএস তিনি  । সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারি বর্তমানে রাজনীতিবিদ ৩৫ বছরের শাহ ফয়জলকে আটক করা হল দিল্লি বিমানবন্দর থেকে । পুলিশের দাবি তিনি ইস্তানবুল যাচ্ছিলেন । দিল্লি থেকে তাঁকে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে ।

বিতর্কিত মন্তব্য ও সরকারি নীতির সমালোচনার জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উঠেছিল ।
গত এপ্রিলে কাঠুয়া ও উন্নাও ধর্ষণ কাণ্ডে যখন দেশ উত্তাল, তখন ফয়জল ট্যুইট করে দক্ষিণ এশিয়াকে 'রেপিস্তান' বলেছিলেন ।

No comments

Powered by Blogger.