Header Ads

কাশ্মীর নিয়ে কেন্দ্ৰীয় সরকারের সিদ্ধান্তে সরাসরি আপত্তি নেই তৃণমূল নেত্ৰী মমতার, তবে যে পদ্ধতিতে করা হয়েছে তাতে সহমত নেই তাঁর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মৰ্যাদা প্ৰত্যাহার তথা সংবিধানের ৩৭০ ধারা বিলোপ নিয়ে সরাসরি কোনও আপত্তি তোলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্ৰীয় সরকারের এই সিদ্ধান্তের প্ৰায় ২৪ ঘন্টা পর প্ৰতিক্ৰিয়া এল তৃণমূল নেত্ৰীর। তিনি বলেছেন- ‘কারও জন্য কোনও কিছু স্থায়ী নয়। কিন্তু সমাধান খুঁজতে গেলে সকলের সঙ্গে আলোচনা করা প্ৰয়োজন। মমতার কথায়, তিনি বিলের যৌক্তিকতা নিয়ে প্ৰশ্ন তোলেননি। কিন্তু সংসদে যেভাবে এই বিল আনা হল সেই পদ্ধতির সঙ্গে কোনওমতেই সহমত নন তিনি।

                                                                    ছবি, সৌঃ আন্তর্জাল
সোমবার কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মৰ্যাদা প্ৰত্যাহারের বিষয়ে মন্ত্ৰিসভায় সিদ্ধান্ত নেয় নরেন্দ্ৰ মোদির বিজেপি সরকার। তারপরই সংসদে ৩৭০ ধারা বাতিলের প্ৰস্তাব এবং জম্মু ও কাশ্মীর পুনৰ্গঠন বিল পেশ করেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ। সংসদে কোনও বিল পেশ করার আগে সাংসদদের তা পড়ে বিচার বিবেচনা করার জন্য অন্তত একটা দিন সময় দেওয়া হয়।
কেন্দ্ৰের এই চটজলদি সিদ্ধান্তের বিরুদ্ধেই সোমবার প্ৰশ্ন তুলেছিলেন তুণমূলের সাংসদ ডেরেক ও’ ব্ৰায়েন সমেত কংগ্ৰেস এবং অন্যান্য বিরোধী দলের নেতারা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.