Header Ads

ভূপেন হাজারিকার ভারত রত্ন, পদক অসমবাসী দেখতে পাবে না?


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  অসমের বিশিষ্ট সংগীতশিল্পী ডঃ ভূপেন  হাজারিকার পাওয়া ভারতরত্ন পদক, মানপত্র কোথায় গেল?  ভূপেন হাজরিকার পুত্র তেজ  হাজারিকা কানাডা থেকে নয়াদিল্লি এসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
তারপর সেই পুরস্কার নিয়ে  পুত্র তেজ কানাডা ফিরে গেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। ভূপেন হাজারিকা লিখিতভাবে   জানিয়েছিলেন,তাঁর পাওয়া সব পুরস্কার শ্রীমন্ত শঙ্করদেব কলা   ক্ষেত্রে অবস্থিত তার নামে গঠিত সাংস্কৃতিক ট্রাস্ট রক্ষিত থাকবে।  তাঁর পুত্র দিল্লিতে জানিয়েছিলেন  বাবার পাওয়া ভারত রত্ন, মানপত্র  প্রভৃতি অসমবাসীর জন্যে  গুয়াহাটিতে সংরক্ষিত করে রাখা হবে। তিনি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার চেয়ে চিঠিও পাঠিয়েছেন, কিন্তু দেখা করেননি বলে দিসপুর সূত্রে জানা গেল। প্রশ্ন অসমবাসী কি তাদের প্রিয় ভূপেন দার পাওয়া ভারত রত্ন,  মানপত্র,স্মারক প্রভৃতি দেখা থেকে বঞ্চিত হবে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.