জনপ্রিয় সংগীত শিল্পী ঊষা মঙ্গেশকরের ভারতরত্ন ভূপেন হাজারিকাকে শ্রদ্ধাঞ্জলি
দেবযানী ,গুয়াহাটি । জনপ্রিয় বলিউডের সংগীত শিল্পী ঊষা মঙ্গেশকর শুক্রবার সকালে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গুয়াহাটি পৌঁছান। শুক্রবার সকালে তিনি গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা জালুকবাড়ি স্থিত ভারত রত্ন ভূপেন হাজারিকার সমাধি ক্ষেত্রে পৌঁছান ও ভূপেন হাজারিকার প্রতিমূর্তি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
ভূপেন হাজারিকা কে স্মরণ করে তিনি বলেন যে ভূপেন হাজারিকার মৃত্যুতে অসমীয়া সংগীত জগতে এক শূন্যতা সৃষ্টি করেছে। এটা কখনো পূরণ হবার নয় ।উল্লেখ্য যে নগরের মাছখোয়া স্থিত সাংস্কৃতিক প্রকল্পের এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বর্তমানে গুয়াহাটিতে রয়েছেন ঊষা মঙ্গেশকর।
কোন মন্তব্য নেই