Header Ads

প্রয়াত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারী বাজপেয়ীর প্ৰথম মৃত্যুবাৰ্ষিকীতে তাঁকে শ্ৰদ্ধা জানালেন রাষ্ট্ৰপতি, প্ৰধানমন্ত্ৰী

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আজ প্ৰয়াত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারী বাজপেয়ীর প্ৰথম মৃত্যুদিবস। ২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির এইমস-এ ৯৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতিসৌধে এদিন শ্ৰদ্ধা জানালেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ এবং প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। বাজপেয়ীকে শ্ৰদ্ধা জানান স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ, বিজেপির কাৰ্যনিৰ্বাহী সভাপতি জে পি নাড্ডা সমেত আরও অনেকে।



ছবি, সৌঃ এএনআই
এদিন বাজপেয়ীর স্মরণে যে অনুষ্ঠান হয়, সেখানে উপস্থিত ছিলেন প্ৰয়াত নেতার পালিতা কন্যা নমিতা কল ভট্টাচাৰ্য ও তাঁর নাতনি নিহারিকাও।

 ছবি, সৌঃ এএনআই
বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন বাজপেয়ীর স্মরণে টুইটে তাঁকে শ্ৰদ্ধা জানান। টুইটে কাশ্মীরের প্ৰসঙ্গ টেনে তিনি বলেন- বন্দুক দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। ইনসানিয়ত, জামহুরিয়ত ও কাশ্মীরিয়ত, এই তিনটি নীতি দিয়ে সমস্যার সমাধান হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.