প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জীবনাবসান
নয়া ঠাহর প্রতিবেদন : হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হল প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ তাঁর দেহাবসান হয় দিল্লির এইমস হাসপাতালে ।
হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার রাত দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন সুষমা। সঙ্গে সঙ্গেই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু ডাক্তারদের মরিয়া চেষ্টার পরও বাঁচানো যায়নি তাঁকে। মঙ্গলবার মাত্র সন্ধ্যায় শেষ ট্যুইট করে, কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। সুষমা স্বরাজের মৃত্যুর খবর পেয়ে রাতেই এইমসে পৌঁছে যান বিজেপির শীর্ষ নেতাদের অনেকেই।
নরেন্দ্র মোদীর প্রথম সরকারের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ । বছরখানেক আগে তাঁর কিডনির সমস্যা ধরা পড়লে, কিডনি প্রতিস্থাপন করা হয় তাঁর ।
এবারের লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। আগেই প্রধানমন্ত্রী মোদীকে প্রতিদ্বন্দ্বীতা না করার কথা জানিয়ে দিয়েছিলেন।
সুষমা স্বরাজের মৃত্যুর খবর পেয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'ভারতীয় রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দেশ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। দেশের কোটি কোটি মানুষের কাছে আদর্শ হয়ে থাকবেন সুষমা স্বরাজজি'। শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
কোন মন্তব্য নেই