Header Ads

পরিবর্তন একার দ্বারা সম্ভব নয়,পরিবর্তন সবার সংযুক্ত চেষ্টায় সফল হয় :দীপক কুমার বর ঠাকুরদেবযানী পাটিকর,গুয়াহাটি।নগরের সোনাপুর স্থিত অসম ডন বস্কো বিশ্ববিদ্যালযয়ে তিনদিন ব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।  শনিবারে এই প্রশিক্ষণ শিবিরে সম্পন্ন হয় ।"সামাজিক ও আচরণের ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের জন্য যোগাযোগের পরিবর্তন" এই বিষয়ে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়।এই প্রশিক্ষণ শিবির শুরু হয় বৃহস্পতিবার। কমিউনিকেশন এবং জার্নালিজম তেজপুর বিশ্ববিদ্যালয় এবং ইউনিসেফের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্টেট ইনোভেশন ট্রানসফর্মেশন আয়োগের ভাইস  চেয়ারম্যান  দীপক কুমার বরঠাকুর।তিনি বলেন যে উন্নতি আর বিকাশ বিশ্বের বড় -বড় শহরেই শুধু  নয় ,বরঞ্চ প্রত্যেক রাজ্যের প্রত্যেকটি গ্রামে হওয়া উচিত ।এর মূল লক্ষ্যই হলো দেশের সাধারণ লোকের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ,সুরক্ষা প্রভৃতির উন্নতিকরণ ।যা একটি দেশের উন্নতির ক্ষেত্রে মহত্বপূর্ন বলে বিবেচিত। সেইজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে  আমাদের এমন একটি পরিবেশ তৈরি করা দরকার যেখানে সামাজিক ও।আচরণের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ,ও লোকেদের জ্ঞান, দক্ষতা, আচরনে ,পরিবর্তন ইত্যাদি বৃদ্ধি করতে সাহায্য করবে ।এইঅনুষ্ঠানে  ওহিও বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া আর্টস এবং স্টাডিজেএর ডেভিড মোল্ড ,উনিসেফের চিফ অফ কমনিকাশনের ফর  ডেভলপমেন্টের সিদ্ধার্থ শ্রেষ্ঠা ইউনিসেফ আসামের ফিল্ড অফিসার তুষার রানী আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

No comments

Powered by Blogger.