Header Ads

ইনফোএইড ফাউন্ডেশনের স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া

নয়া ঠাহর প্রতিবেদন, নয়া দিল্লি : স্বেচ্ছাসেবী সংগঠন ইনফোডএইড ফাউন্ডেশনের আয়োজিত নয়ডা এক্সটেনশনের গ্যালাক্সি ভেগা হাউসিং সোসাইটিতে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া দেখা যায় রবিবার দুপুরে। শিবির আয়োজিত হয় নয়ড়ার ত্রিপাঠি হসপিটালের কর্ণধার ডাক্তার বি কে ত্রিপাঠীর তত্বাবধানে। সম্মানিত অতিথিরূপে উপস্থিত ছিলেন গ্রেটার নয়ডা ওয়েস্ট বাঙ্গালী এসোসিয়েশনের সভাপতি বি মুখার্জী, সমাজসেবী অপূর্ব কুমার সরকার, বাচ্চপন কি উমাঙের সঞ্চালক ও পি অরোরা। এরূপ স্বাস্থ্য শিবির নয়ডা এক্সটেনশন অঞ্চলে আগামী দিনেও আরো আয়োজিত করা হবে বলে আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়।

No comments

Powered by Blogger.