ভারতের 'কুইক রিঅ্যাকশন'র সফল উৎক্ষেপণ
নয়া ঠাহর প্রতিবেদন : 'কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার' ক্ষেপণাস্ত্রের (কিউআরএসএএম) সফলভাবে পরীক্ষা করল ভারত। যে কোনও পরিস্থিতিতে যে কোনও সময় এমনকি ভূমি থেকে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র।
ভারতীয় সেনাবাহিনীর জন্য এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। রবিবার সকাল ১১টা ৫ মিনিটে ওড়িশার চাঁদিপুরের ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জে ক্ষেপণাস্ত্র বহনকারী মোবাইল ট্রাক বেসড লঞ্চ ইউনিট থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্র আকারে এত ছোট যে চাইলে বয়ামের মধ্যে ভরে রাখা যায়। আবার এতে বিশেষ ধরনের বৈদ্যুতিন সেন্সর বসানো রয়েছে। যা রাডারের নজর এড়াতে পারে।
উল্লেখ্য, এর আগে, ২০১৭ সালের ৪ জুন প্রথম বার এই কুইক রিঅ্যাকশন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। আবার এ বছর ২৬ ফেব্রুয়ারি, একই দিনে দু’বার সফল উৎক্ষেপণ হয়।
কোন মন্তব্য নেই