Header Ads

শিলচর গোলদিঘী মলে ভূলুণ্ঠিত হল জাতীয় পতাকার মর্যাদা

নয়া ঠাহর, বদরপুর : সোমবার শিলচর গোলদিঘী মলে ভূলুন্ঠিত হল জাতীয় পতাকার মর্যাদা। ডেকরেশনে জাতীয় পতাকার যথেচ্ছ ব্যবহার করা হয়। পনেরো আগস্টের এখনও দু'দিন বাকি। তার আগেই গোলদিঘী মলে জাতীয় পতাকা লাগানো শুরু হয়ে গেছে। অতি উৎসাহীরা পতাকা লাগালেও এর মর্যাদা ও ব্যবহার নিয়ে যথেষ্ঠ ওয়াকিবহাল নন। মলে ঢুকেই  দেখা যাবে জাতীয় পতাকার দু'দিকে তার বেঁধে টান টান করে লাগানো। যা সম্পূর্ন বেআইনি। আইন অনুযায়ী জাতীয় পতাকা টেম্পার করা যায় না। এরপর রাত নয়টা - দশটা পর্যন্ত পতাকা খুঁটিতে ঝুলছে। নিয়ম বিকাল পাঁচটার পর পতাকা নামিয়ে নিতে হবে। অথচ যারা এর ব্যবহার করছেন তাঁরা এই প্রাথমিক নিয়ম মানছেন না। শপিং মলের মত ভিড় ঠাসা জায়গায় সাধারণ মানুষ এবং প্রসাশনিক কর্তাদের নজরে এই বিষয় কী ভাবে নজর এড়িয়ে যাচ্ছে এটাই প্রশ্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.