Header Ads

কাশ্মীর স্বাভাবিক করতে সময় নিক কেন্দ্র : সুপ্রিম কোর্ট

নয়া ঠাহর প্রতিবেদন : কাশ্মীরে কার্ফু ও ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে দায়ের করা এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় নিক কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে, আমরা সবাই কাশ্মীরে স্বাভাবিকতা চাই। আমরা চাই উপত্যকায় শান্তি বিরাজ করুক। কিন্তু এক রাতে তা হবে না।এটা স্পর্শকাতর বিষয়।
মামলার শুনানি দুই সপ্তাহের জন্য মুলতুবি করে দিয়েছে শীর্ষ আদালত। কাশ্মীর উপত্যকার বিস্তীর্ণ অংশে বন্ধ ফোন ও ইন্টারনেট পরিষেবা। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল কে বেনুগোপাল বলেন, 'আমরা আশা করছি দ্রুত এই সমস্যা মিটে যাবে'।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.